মোঃ এনামুল হক,লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলার কালিয়া উপজেলার জোকা গ্রামের ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রউফ মোল্যার ফাঁসির দাবিতে এলাকার লোক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল আদালত সড়কে এই মানববন্ধন। ধর্ষণের শিকার শিশুর পরিবার সহ বাকা গ্রামের জনগন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন করার সময় বক্তব্য রাখেন শিশুর মা,চাচী,এ্যাডভোকেট কাজী বশিরুল হক, সাংবাদিক সাথী তালুকদার আরো অনেকে। বক্তরা বলেন এই অসামাজিক অনৈতিক পৈশাচিক ঘটনায় তীব্র নিন্দা জানান এবং ধর্ষক আব্দুর রউফ মোল্যাকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির কার্যকর করার দাবি জানান। গত ১৪ ই আগষ্ট সকাল ১১ টার দিকে কালিয়া উপজেলার জোকা গ্রামের ৮ বছরের শিশুটিকে পিঠা খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি যেয়ে সবকিছু বলে দেয়। তাৎক্ষণিক কালিয়া থানায় মামলা দায়ের করে শিশুটির অভিভাবক। মামলার পর প্রাইমারী শিক্ষক (অবঃ)আব্দুর রউফ মোল্যাকে আটক করে পুলিশ। আদালতে সোপর্দ করে এবং আদালত তাকে জেলবন্ধী করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।