পাবনার সাঁথিয়ায় বিদেশি পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক গ্রেফতার র্যাব। এ সময় তার কাছ থেকে ১ ম্যাগাজিন ও ৬ রাউন্ডগুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার আতাইকুলা থানার সাদুল্যপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটকৃত শহিদুল ইসলাম (৩২) আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানির একটি দল আতাইকুলা থানাধীন সাদুল্লাহপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। শহিদুল দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আতাইকুলা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
আতাইকুলা থানার ওসি জালাল উদ্দিন জানান, শুক্রবার সকালে আদালতের মাধ্যমে শহিদুলকে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।