গীতি গমন চন্দ্র রায় গীতি, (পীরগঞ্জ)স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ গত ১৬ সেপ্টেম্বর বিকাল ৫ ঘটিকার সময় বীর মুক্তিযোদ্ধা সন্তান রতন আলী তার পরিবারের মধ্যে তার পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃসলিমউদ্দীন কে নিয়ে বাসায় বসে পিতাপুত্র গল্প করেছিলেন সে সময় হঠাৎ পার্শ্ববর্তী মহিলা মোজাহারুলের স্ত্রী তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে রতন আলী তার বাড়ি থেকে যেতে অস্বীকার করলে পাতানীর সঙ্গে কথা কাটাকাটি হলে মোজাহারুল,পাতানী,সৈয়দা,ও আরও কয়েকজন একজোট,এক দলবদ্ধ ভাবে রতন আলী কে মারপিট করে আহত ও জখম করে।

সে সময় রতন আলী অচেতন হয়ে পড়লে সে সুযোগে সন্ত্রাসী স্টাইলে মোজাহারুল,পাতানী,সৈয়দা,সেফালী বেগম একজোট হয়ে রতনের বাড়ি ঘরের টাটীবেড়া ও ঘরের টিনের চালা ভাংচুর করিয়া পালিয়ে যায়।তৎক্ষনাৎ এলাকাবাসীর লোকজন ছুটে এসে রতনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এবিষয়ে রতন আলী সাংবাদিক কে জানান আমাকে যারা বেআইনি ভাবে মারপিটে আহত করেন আমি তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।