পীরগঞ্জে ১৪ বছরের কিশোরী গণধর্ষণের শিকার,আটক দুই

 

মাসুদ রানা লেমন রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তিন ধর্ষকের নামে থানায় মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।

পীরগঞ্জ থানা পুলিশ ও এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, (১৬ মে) রবিবার দুপুর ১টার দিকে পৌর শহরের রঘুনাথপুর মহল্লায় ঐ কিশোরী দোকানে সেম্পু কিনতে গেলে শামীম, রাব্বি এবং রাকিব নামে তিন যুবক তাকে দোকানের পাশের রুমে নিয়ে গিয়ে হাত ও মুখ বেঁধে পালাক্রমে ধর্ষন করে। এ সময় ধর্ষকরা মোবাইল ফোনের মাধ্যমে সাউন্ড সিস্টেমে উচ্চস্বরে গান বাজায়। ধর্ষণ শেষে কিশোরীকে ঘড়ের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় তারা।পরে এলাকার লোকজন ঐ কিশোরীকে হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে তার বাবা মাকে খবর দেয়।

ঘটনা জানতে পেরে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শামীম ও রাব্বি নামে দুইজনকে গ্রেফতার করে।

এঘটনায় ঐ কিশোরীর পিতা বাদি হয়ে তিন জনের নামে মামলা করেছেন।

ঠাকুরগাঁও (এডিশনাল এসপি) মুশফিকুর জামান ও পীরগঞ্জ (সার্কেল এসপি) আহয়াসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার জানায়, বাড়ি শহরের রঘুনাথপুর মহল্লায়। দুইজন গ্রেফতার হয়েছে। বাকি একজনকে ধরতে অভিযান চলমান রয়েছে।