সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনা-বেচার সংঘবদ্ধ চক্রের অন্যতম মূল হোতা ও সংশ্লিষ্ট ফেসবুক পেইজের এডমিন মো: শাহরিয়ার ইমরানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে র্যাব হেডকোয়ার্টার থেকে এ তথ্য জানানো হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এম এম ইমরান খান জানান, জয়পুরহাট ও ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে দুপুর পৌনে ১২টায় কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিডনি কেনা-বেচা করে আসছিল। যার অন্যতম হোতা শাহরিয়ার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।