বরিশালের গৌরনদীতে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়েছে। এতে বসতঘরের বারান্দার একাংশ ও একটি স্টিলের আলমারি উড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামে কবির মৃধা ওরফে কালা কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও বরিশাল র্যাব-৮ এর একদল সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকে ওই বাড়ির সদস্যরা আত্মগোপন করেছেন।
স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ সরদার বলেন, কবির মৃধার বসতঘরে বোমা বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে কবিরের পরিবারের সদস্যরা আত্মগোপন করেছেন।
তিনি বলেন, বোমা বিস্ফোরণের পর ওই ঘরের মধ্যে স্টিলের আলমারিসহ অন্যান্য মালামাল তছনছ হয়ে গেছে। আলমারিতে রাখা বোমাটি বিস্ফোরিত হয়ে আলমারির অধিকাংশ উড়ে গেছে। তবে বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নুর মোহাম্মদ সরদার বলন, ধারণা করা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে স্টিলের আলমারিতে বোমা সংরক্ষণ করেছিলেন কবির। দুপুরে প্রচণ্ড রোদের কারণে সেটি বিস্ফোরিত হয়েছে।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেল্লাল উদ্দিন বলেন, পুরো ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।