নয়ন হাসান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য হেরোইন, ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত আসামী হলেন, বিরামপুর পৌর শহর এলাকা পূর্বপাড়া মহল্লার ফারুক হোসেন স্ত্রী তুশী বেগম (৩৮)।
(৩ জানুয়ারি) সোমবার বিকেলে পৌর শহরের প্রফেসরপাড়া মহল্লায় এই বিশেষ অভিযান পরিচালনা করে বিরামপুর থানা পুলিশ।
বিরামপুর থানা সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্তর দিক- নিদের্শনায় সাব-ইন্সপেক্টর এরশাদ মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ সোমবার বিকেল পৌর শহর এলাকা প্রফেসরপাড়া মহল্লায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ গ্রাম হেরোইন ও ৪২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তুশী বেগম কে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। এসময় তুশী বেগমের সহযোগী দুইজন আসামি পালিয়ে যায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এঘটনায় বিরামপুর থানার মামলা হয়েছে। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(খ)/১০(ক)/৪১ ধারা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।