![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/04/received_264125508696604.jpeg)
বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েল হত্যা মামলার অন্যতম আসামী মেম্বার হাফিজুল গ্রেপ্তার
লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার মসজিদে গুজব ছড়িয়ে গত ২৯ অক্টোবর ২০২০ তারিখে শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করে লাস আগুনে পুড়ে দেন।এই ঘটনাকে কেন্দ্র করে জুয়েলের পরিবার পাটগ্রাম থানায় তিনটি মামলা করেন।তিন মামলায় প্রধান আসামীসহ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।তাদের মধ্যে ১৩ জন আসামীকে তিন দিনের করে রিমান্ড দেন আদালত।
এদিকে মামলার অন্যতম আসামী বুড়িমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম(৪৭) দীর্ঘদিন থেকে পালাতক থাকলে গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে বুড়িমারীর ইসলামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় ও আজ তাকে আদালতে হাজির করানো হবে। গ্রেপ্তাকৃত হাফিজুল ইসলাম (৪৭) বুড়িমারী ইসলামপুর গ্রামের মৃত ইছামুদ্দিনের ছেলে।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন যে মামলার তদন্তে দোষী প্রমাণিত হওয়ার ইউপি সদস্য হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।