বেনাপোলে জাল টাকাসহ নারী আটক
জেমস আব্দুর রহিম রানা, স্টাফ রিপোর্টার :
যশোরের বেনাপোলে ৪ হাজার জাল টাকার নোট সহ লিপি খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাতে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক লিপি বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ জানান, গোপন সংবাদে, জাল টাকা দিয়ে কেনাকাটার সময় বেনাপোল বাজার থেকে অভিযান চালিয়ে ৪ টি ১হাজার টাকার জাল নোট সহ তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, আটক নারীর বিরুদ্ধে মামলা দিয়ে আগামীকাল তাকে যশোর আদালতে পাঠানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।