নাসিম আক্তার, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্টথানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে -মোঃ আইয়ুব হোসেনের ছেলে মোঃ জীবন হোসেন রুবেল (৩১) নামের এক মাদকব্যবসায়ী কে আটক করেছে। আসামি জীবন হোসেন রুবেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
শনিবার (১৯ ফ্রেব্রুয়ারী) দুপুর ১২.৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব কামাল হোসেন ভূঁইয়া এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মাসুম বিল্লাহ এর নেতৃত্বে একটি চৌকস টিম অদ্য অভিযান চালিয়ে আসামি কে আটক করে। বেনাপোল পোর্ট থানাধীন বড় আচঁড়া গ্রামের মোঃ লিটন হোসেন এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল সহ আটক করে। এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।