বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা অবস্থিত জনতা জুটমিলের সামনে গাড়ি চালকের বেতনের টাকা নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপাকুপিতে আহত হয়েছে দুই জন।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, জনতা জুটমিলে গাড়ি সাপ্লাইকারী ডোবরা গ্রামের রবিউল ইসলামের (৩৮) সাথে গাড়ির ড্রাইভার একই গ্রামের রুহুলের বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তিন দিনের বেতনের ১৮ শ” টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে কুপাকুপি হয়। এ সময় রবিউল ইসলাম ও রুহুলের পক্ষের সোহেল শেখ (৩০) আহত হয়। আহতদের রাতে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শুব্রজিত কুমার রায় বলেন, আগে মিলে গাড়ি সাপ্লাই দিতো রবিউল ইসলাম। সে সময় রুহুল রবিউলের গাড়ি চালাতো। বর্তমানে ওই মিলে গাড়ি সাপ্লাই দেয় আমির নামে এক ব্যক্তি।
রবিউল ইসলামের নিকট ড্রাইভার রুহুল তিন মাসের বেতন ১৮শ’ টাকা পাবে সেই বেতনের টাকা চাওয়াকে কেন্দ্র করে বুধবার দুপুর আড়াইটার দিকে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জের ধরে সন্ধ্যায় আমিরের লোকজন ও রবিউলের লোকজনের মধ্যে কুপাকুপি হয়। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ডোবরার মারামারির ঘটনায় অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।