কুন্তাল দাশ,দূর্বাডাঙ্গা প্রতিনিধিঃ ২৫- ১০ -২১ইং সোমবার রাতে মণিরামপুরের ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের শ্যামনগর গ্রামে ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক শ্যামল শীলের উপর দূর্বৃত্তরা হামলা করে তাহার ব্যবসার লক্ষাধিক টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাই করে নিয়ে গেছে।
এলাকার একজন সদালাপী ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ছোঁয়ায় পরিবর্তন সোসাইটির মণিরামপুর উপজেলা কমিটির সদস্য শ্যামল শীল(৩৮)। শ্যামনগর গ্রামের মৃত সুনীল শীলের ছেলে।
স্থানীয় শ্যামনগর বাজারের ভ্যারাটিজ স্টোর বন্ধ করে আনুমানিক রাত নয়টার দিকে বাড়ি যাওয়ার পথে দূর্বৃত্তরা তার উপর হামলা করে।এসময় হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে লক্ষাধিক টাকা ও ব্যাগে থাকা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় আহত শ্যামল শীলের নিকট ফোন দিলে তিনি বলেন, আমি কাউকে চিনতে পারিনি, মণিরামপুর থানায় একটি অভিযোগ করেছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।