মনিরামপুর(যশোর)অফিস।। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এক কেজি গাঁজাসহ মিনারা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করেছেন পুলিশ।
শুক্রবার (১৩ আগষ্ট) দুপুর দুইটার দিকে উপজেলার রাজগঞ্জের রামপুর কাচারিবাড়ি এলাকা থেকে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করেন। আটক মিনারা যশোর শংকরপুর এলাকার ইউনুচ আলীর স্ত্রী। তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক আজমল হোসেন বলেন, সাতক্ষীরার কলারোয়া এলাকা থেকে গাঁজা নিয়ে মনিরামপুরে আসছিলেন ওই নারী। চাকলা খোদ্দ ঘাটের সেতু পার হয়ে ইজিবাইকে চড়ে আসছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে রামপুর কাচারিবাড়ি এলাকায় বাইকটি থামাই। পরে ওই নারীর হাতে থাকা বাজারের ব্যাগে এক কেজি গাঁজা পাওয়া যায়।
এএসআই আজমল হোসেন বলেন, বিকালে ওই নারীকে থানায় সোপর্দ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।