মোরেলগঞ্জ প্রতিনিধি: মোরেললগঞ্জে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে ছিল প্রশাসন। দিনভর বৃষ্টি আর প্রশাসনের কঠোরতায় লকডাউনের দ্বিতীয় দিন শনিবার মোরেলগঞ্জের বেশিরভাগ সড়ক ও জনপথ ফাঁকা ছিল । ওষুধ ও শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। পৌরসভার নব্বই রশি বাস স্ট্যান্ড, সোলমবাড়িয়া বাস স্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো ছিল। সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল, চিকিৎসা, খাদ্যপণ্য ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে যেতে দেয়া হয়নি। পাশাপাশি পৌর কর্তৃপক্ষ পৌর বাজারে বিভিন্ন প্রবেশ দ্বারের বেরিকেডের ব্যবস্থা করেন।
সরকার ঘোষিত দুই সপ্তার লকডাউন বাস্তবায়নে আজ শনিবার দিনব্যাপী কাজ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান। লকডাউনের বিধি অমান্য করায় উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট ২৫ টি মামলায় ২৫ জনকে ৩ হাজার ৩ শ’ টাকা অর্থদণ্ড করা হয়। কঠোর লকডাউন বাস্তবায়নে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও উপজেলা প্রশাসন জানায়।
সরকার ঘোষিত দুই সপ্তার লকডাউন বাস্তবায়নে আজ শনিবার দিনব্যাপী কাজ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান। লকডাউনের বিধি অমান্য করায় উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট ২৫ টি মামলায় ২৫ জনকে ৩ হাজার ৩ শ’ টাকা অর্থদণ্ড করা হয়। কঠোর লকডাউন বাস্তবায়নে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও উপজেলা প্রশাসন জানায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।