যশোরে তহিদুল ইসলাম তোহা (১৭) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল পোনে ১০টার দিকে শহরের কালেক্টরেট চত্বরে এই ঘটনা ঘটে। তাকে যশোর জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়েছে। আহত তোহা যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
তোহা জানায়, সে সকালে যশোর কালেক্টরেট চত্বর দিয়ে যাচ্ছিলো। এসময় দুইজন তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, তোহার বাম পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। তবে সে এখন শঙ্কামুক্ত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।