কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে স্কুলছাত্রীকে উত্যক্তের অপরাধে ফারুক হোসেন (৩৩) নামে এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এ কারাদন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যকুল গ্রামের মৃত ইয়াকুব সরদারের ছেলে ফারুক হোসেন স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির একজন ছাত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে উত্যক্ত করাসহ নানা কুরুচিপূর্ণ কথা বলে আসছিল। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।
বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে আটক করে স্কুল ছাত্রীকে উত্যক্তের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। পরে ওই যুবককে কেশবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ওই যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।