মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে ২ জনকে আটক করে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ” খ” সার্কেলের সদস্যরা।
রবিবার(১৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে আদমদীঘি উপজেলা পরিষদের পূর্ব পার্শ্বে শারীব এগ্রো লিঃ প্রতিষ্ঠানের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার আকোশ গ্রামের নূর ইসলামের ছেলে আমান হোসেন(৩৫) ও একই জেলার মান্দা উপজেলার মাতবাড়িয়া গ্রামের আব্দুল সালামের ছেলে আলতাফ হোসেন (৩৭)।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের নেতৃত্বে একটি দল উক্ত স্থানে বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করে। এসময় গাঁজা সেবনের দাঁয়ে দুইজনকে আটক করা হয়।
রবিবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট শ্রাবনী রায় মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের ১০০ টাকা করে জরিমানা ও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।