১৯৯২ সালে রংপুরে চাঞ্চল্যকর ইব্রাহিম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। দণ্ডপ্রাপ্ত এ আসামি দীর্ঘ ২৯ বছর ধরে পলাতক ছিলেন। সোমবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে রাজধানীর মিরপুরের পাইকপাড়া থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৪। এ বিষয়ে দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।