রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। শনিবার রাত ৯:১৫ টায় যাত্রাবাড়ী থানার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) মোঃ তরিকুর রহমান এর তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ খালেদ হাসান শিবলু, মোঃ নুরুল আলম সুমন ও মোঃ জহিরুল ইসলাম।
গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে জানা যায় যে, যাত্রাবাড়ী থানার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে । এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইয়াবাসহ খালেদ, সুমন ও জহিরুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে থেকে ১৫ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।