ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন অভিযানে মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে অন্তত ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি ৮৮৫ গ্রাম ২০৫ পুরিয়া গাঁজা, ১১,৮৯৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম আইস এবং ৫৬৯ গ্রাম ১১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক বিরোধী আইনে মোট ৫৪টি মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।