রাজধানীর বাড্ডায় একটি বাসা থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম আফরোজা আক্তার (৩২)। গতকাল রোববার (১২ মার্চ) রাতে উত্তর বাড্ডার ভাড়া বাসায় তার রক্তাক্ত মরদেহ পড়েছিল।
আফরোজা একটি সিমেন্ট তৈরির কোম্পানিতে কর্মরত ছিলেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আফরোজার স্বামীও একই প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি সন্ধ্যার পর বাসায় ফিরে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
এরপর প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তিনি আরও জানান, এটি হত্যাকাণ্ড। ওই নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। কারা, কেনে তাকে খুন করেছে, তা তদন্ত চলছে। বাসা থেকে লুটপাটের আলামত মেলেনি।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।