নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সাধুপাড়া গ্রামে মঙ্গলবার(১৫ই মার্চ) দুপুর ১টার দিকে ইশা খাতুন (৪)নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

মৃত ইশা সাধুপাড়া গ্রামের ইলিয়াস আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না ইলিয়াস ও তার আত্মীয়-স্বজনরা। ইলিয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমেও মেয়ের নিখোঁজ সম্পর্কিত একটি পোস্ট করেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে সাধুপাড়া গ্রামের মজিদ উল্লাহ’র ছেলে নুরুদ্দিন ও আজিত উল্লাহ’র ছেলে ফজল আলী’র বাড়ির পাশে নুরুদ্দিন এর আমবাগানে পানিশূন্য ডোবা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

কে বা কাহারা ইশা কে শ্বাসরোধ করে হত্যা করে বস্তার ভিতর ভরে ফেলে রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে।
ঘটনাস্থলে লালপুর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হবে। হত্যার সাথে জড়িতদের শনাক্তের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।