গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেয়ায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও এমসি বাজারের ইজারাদার মো. জাহাঙ্গীর সরকারের গাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার এমসি বাজারে তার গাড়িতে হামলা চালানো হয়। তখন গাড়ির ভেতর তিনি না থাকায় হামলাকীরা তার ব্যক্তিগত চালক মো. রুবেল মিয়াকে মারধর করে চলে যায়। এ ঘটনায় ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর সরকার রাতেই শ্রীপুর থানায় বাজারের প্রাক্তন ইজারাদার শফিকুল ইসলাম মোড়ল ও তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিক সরকারসহ ৮ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর সরকার জানান, এ বছর পহেলা বৈশাখ থেকে সরকারিভাবে এমসি বাজারের ইজারা নিয়ে তিনি খাজনা আদায় করছেন। তবে বাজারের প্রাক্তন ইজারাদার শফিকুল ইসলাম মোড়ল বিভিন্ন সময় খাজনা আদায়াকারীদের খাজনা আদায়ে বাধা দেন। বাধা না মানায় তার অফিসে হামলা চালিয়ে খাজনা আদায়কারী দুজনকে মারধর করে গুরুতর আহত করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে ৩ মে সোমবার রাত সাড়ে ১০টায় তার ব্যবহৃত টয়োটা এলিয়ন গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। ভাগ্যক্রমে তিনি গাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান। এ ঘটনায়ও রাতেই শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে অভিযুক্ত শফিক মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হামলা তিনি করেননি এবং উনার সঙ্গে মামলা চলছে বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমি চাঁদা দাবি করিনি।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।