মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর ফাঁড়ির পুলিশ অভিযানে চালিয়ে চার জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। এরা সবার বিভিন্ন মামলার পলাতক আসামী। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার শহর ফাঁড়ির উপ-পরিদর্শক আনহার হোসেন, এএসআই রুস্তম ফারুক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- সান্তাহার পৌর শহরের পূর্ব লকু কলোনী মহল্লার খবির শেখের ছেলে সুমন শেখ (২৬), লকু কলোনী মহল্লার শামসুদ্দিন গল্টুর ছেলে সবুজ হোসেন (৩৮), বশিপুর সরদার পাড়ার মহল্লার মৃত-মোসলিম উদ্দিনের ছেলে রেজাউল করিম ধলু (৪৩) ও পৌঁওতা গ্রামের সিদ্দিকের ছেলে বিদুৎ হোসেন (৪৩)।
সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, বিভিন্ন মামলায় ওই চার জন আসামী পলাতক ছিল। শহরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের শুক্রবার বেলা ১১টায় বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।