শেখ রাসেল,বাগেরহাট জেলা প্রতিনিধি: চাঁদপাই রেঞ্জের পূর্ব সুন্দরবন থেকে ২০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগের সদস্যরা। এ সময় তারা কোনো চোরা শিকারীকে আটক করতে পারেনি।

রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চাঁদপাই রেঞ্জের ইসহাকের চিলা এলাকায় অভিযান চালিয়ে মাংসসহ ডিঙ্গি নৌকা ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।

পূর্ব-সুন্দরবন চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান মোক্তাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়মনির ইসহাকের চিলা এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও ডিঙ্গি নৌকাসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা নৌকা ফেলে বনের ভেতর পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।