২৪টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানকে ভুয়া ঘোষণা করেছে ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। জানা গেছে, আরো দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের প্রমাণ মিলেছে।

গতকাল সোমবার ভারতের পার্লামেন্টে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিন বলেন, শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষ এবং ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে ইউজিসি ২৪টি প্রতিষ্ঠানকে ভুয়া বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিয়েছে। তিনি আরো বলেন, আরো দুই প্রতিষ্ঠান ১৯৫৬ সালের ইউজিসি আইন লঙ্ঘন করে পরিচালিত হচ্ছে। ওই দুইটি প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়টি আদালতের বিবেচনাধীন রয়েছে। সবচেয়ে বেশি ভুয়া বিশ্ববিদ্যালয় রয়েছে ভারতের উত্তর প্রদেশে এবং দিল্লিতে রয়েছে সাতটি ভুয়া বিশ্ববিদ্যালয়। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে দুইটি করে ভুয়া বিশ্ববিদ্যালয় রয়েছে। কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, পদুচেরিতেও একটি করে ভুয়া বিশ্ববিদ্যালয় রয়েছে।

সূত্র: এনডিটিভি।