মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অপর্ণ করা হয়।

আমাদের বিজয়ের ৫০ বছর পেরিয়ে ৫১-তে পদার্পণের দিন। স্বাধীন বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী আজ। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর বাংলার মুক্তিকামী মানুষ এই দিনটিতে বিজয়ের স্বাদ গ্রহণ করেছিল।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

পুস্পস্তবক অপর্ণ করেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন। পরে একে একে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অপর্ণ করেন বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অপর্ণ করেন।