‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালী, দুর্যোগ মোকাবিলায় মহড়া, সচেতনতা বৃদ্ধির আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পরিষদের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করার পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দুর্যোগ মোকাবিলায় করণীয় মহড়া হয়।

এর পরে অনুষ্ঠিত সচেতনতা বৃদ্ধি আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মারুফ হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মমতাজ ইসলাম ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে,আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসকে সামনে রেখে দেশের মানুষজনকে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে সচেতন করার লক্ষ্যে খানসামা সহ সারাদেশে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।