চরভদ্রাসন -সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি: “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ ২০২৩ পালিত হয়েছে।

এ উপলক্ষে ঐ দিন বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি রেলি বের হয়ে চরভদ্রাসন বাজার প্রদক্ষিণ করে একই স্থানের সমাপ্তি হয়।পরে নারী নেতৃত্ব ও নারীর বলিষ্ঠ অবদান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক আব্দুস সবুর কাজল, ও নারী নেত্রী রত্না বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী,জয়ীতা ও বিভিন্ন সংগঠনের নারীরা উপস্থিত ছিলেন।