১৪ বছরে পর্দাপন উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষির্কী। আজ বুধবার (১৭ এপ্রিল) বিকেলে সদর উপজেলা পরিষদ কার্যালয় সভাকক্ষে এমন আয়োজন করা হয়।
আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অনরুনাংশু দত্ত টিটো, ভুল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অ্যাডভোকেট আবু তোরাব মানিক, অ্যাডভোকেট জাহিদ হাসান, সাবেক ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন, দৈনিক আলোর কন্ঠের সম্পাদক রবিউল ইসলাম রুবেল, গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক মিলন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এমএ সামাদ, সোনালী নিউজের জেলা প্রতিনিধি মোঃ আল আমিন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হিমেল তালুকদার, নিউজ বাংলার জেলা প্রতিনিধি সোহেল রানা, আরটিভির জেলা প্রতিনিধি সোহেল রানা,বার্তা ২৪ ডট কম এর জেলা প্রতিনিধি রবিউল এহসান রিপন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আরিফ হোসেন, সিনিয়র সাংবাদিক সৈয়দ আব্দুল করিম,সংবাদ প্রকাশের জেলা প্রতিনিধি জহিরুল ইসলামসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।
এসময় আমন্ত্রিত অতিথিরা বলেন, তরুনদের সমন্বয়ে সময় টেলিভিশন দ্রতই এগিয়ে গেছে এবং যাচ্ছে। দ্রত সময় খবরের খোরাক হিসেবে সময়কে পাওয়া যায়। সেই সাথে দেশের প্রতিটির জেলায় দক্ষ ও এর্নাজেটিক কর্মীদের নিয়োজিত করায় তাদেরকে পিছনে ফেলতে পারছেনা কেউ। আগামীতেও দর্শকদের মন জয় করার মত খবর প্রচার করে দেশ ও আর্ন্তজাতিকভাবে এগিয়ে যাবে সময় এমন প্রত্যাশার কথা জানান সবাই।
পরে কেক কেটে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সবাই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।