মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে’ এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার নওগাঁর বদলগাছীতে ‘জাতীয় ভোটার দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপেজেলা নির্বাহী অফিসার মোসা. আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দীন এফএফ।

 

সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।

 

জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র ছাড়া কোথাও কোনও কাজ হয়না। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।