নয়ন হাসান,বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স সভাকক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বীরমুক্তিযোদ্ধা মোস্তক হোসেন মাষ্টার ও আব্দুর রহিম, বিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শীবেশ কুন্ডু, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি আমেনা বেগম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, জনস্বার্থে প্রকৌশলী আব্দুল লতিফ, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম, দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুলের প্রধানগণ, শিক্ষক, সুধীজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।