মোরেলগঞ্জ প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা প্রশিক্ষন কৃষি ইনস্টিটিউট’র উদ্দোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৮ আগষ্ট) বেলা ১১টার দিকে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সভাকক্ষে( ভারপ্রাপ্ত) আয়ন ব্যয়ন কর্মকর্তা ড. মো.মোখলেসুর রহমানের সভাপতিত্বে আলোচনা , সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শামসুর রহমান মল্লিক।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মিজানুর রহমান খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ ডাঃ দেলোয়ার হোসেন মহারাজ, পুটিখালি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শাকিল,
দৈবজ্ঞহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ কবির হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈবজ্ঞহাটি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আকন হাবিবুর রহমান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।