রবীন্দ্রনাথ সরকার ,রংপুর (গংগাচড়া) প্রতিনিধিঃ বসন্ত শেষে এসেছে বৈশাখ । দিনের প্রচন্ড খরতাপ উপেক্ষা করে মানুষ ছুটেছে অনুষ্ঠান স্থলের দিকে। ঐতিহ্যবাহী বাঙালী সাংস্কৃতিক অনুষ্ঠানে সারাদিন ব্যস্ত ছিল বাঙালীরা। সব জরাজীর্ণ ছেড়ে তরুন-তরুনী,শিশু-যুবক-বৃদ্ধ যেন বাঁধন ছেড়ে ছুটেছে নতুন দিগন্তের দিকে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ রোববার সূর্য উদয় নিয়ে এনেছে ১৪৩১ বঙ্গাব্দে নতুন দিন। পুরাতন সব কিছু মুছে দিয়ে নতুনের গ্লানিতে এসেছে আরেক বৈশাখ। শুরু হলো আরেকটি বছরের পথ চলা।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রংপুর গংগাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালী সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিত তামান্না নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।
উপজেলা পরিষদ থেকে মঙ্গল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় গংগাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমীন , গংগাচড়া উপজেলা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃমাসুমুর রহমান ,উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব লাল মিয়া।
গংগাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আখের মিঞা এবং মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারী কর্মকর্তা ,শিক্ষাথী,সাংস্কৃতিক সংগঠন, সুধীজন এ ছাড়াও উপজেলার সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। মঙ্গল শোভাযাত্রা শেষে নতুন বর্ষকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরণ করে নেন স্থানীয় শিল্পী গোষ্ঠী ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।