সারাদেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। “সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা মোহাম্মদ নূরুল হুদা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাহফুজ আলম, কার্ডিওলজি কন্সাল্টেন্ট, ডা.মোঃ সাইদুল রহমানসহ হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।