আজ পহেলা মে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক গৌরবময় ইতিহাস। সেদিন শ্রমজীবী মানুষরা দেখিয়েছেন কিভাবে অধিকার আদায় করতে হয়।

বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ের মহান মে দিবস আজ।

সারাদেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহান মে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালির আয়োজন করা হয়েছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’।

১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কর্মসময়ের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে ১০ শ্রমিক প্রাণ হারান। এরপর ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক কনভেনশনে ওই ঘটনার স্মারক হিসেবে প্রতিবছর ১ মে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরের বছর থেকে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মে দিবস।

উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদি, জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জসিম মিয়া প্রমুখ।