সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের আলোচনাসভা স্থলে এসে শেষ হয়। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের ও সাধারণ সম্পাদক মো. সুমন হোসেনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
পরে আলোচনাসভায় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি কনফারেন্সে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ. ফ. ম রুহুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্রলীগ রাজপথে থেকেছে। ভবিষ্যতেও তারা রাজপথে থেকে দেশের মানুষের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।