১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হেল্প সোসাইটি ঠাকুরগাঁওয়ের খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে৷

আজ (১৭ মার্চ) বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার বেউরি সীমান্ত এলাকায় একটি এতিমখানা ও মাদরাসায় শতাধিক শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।উক্ত কর্মসূচিতে হেল্প সোসাইটি ঠাকুরগাঁও জেলা শাখার সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন৷

হেল্প সোসাইটির জেলা আহব্বায়ক লাভলী আক্তার বলেন, আজকে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী। সেই সাথে জাতীয় শিশু দিবস। দুটি দিবসকে কে কেন্দ্র করে আমরা এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছি। শহরস্ত ছেলে -মেয়েরা প্রায় ভাল খাবার খেয়ে থাকেন। কিন্তু যারা সীমান্ত এলাকার তারা তা থেকে বঞ্চিত হয়। সে জন্য আজকে আমরা সীমান্তের একদম শেষ প্রান্তের এতিমখানা ও মাদরাসায় প্রোগ্রামটি করেছি। আমাদের জেলায় হেল্প সোসাইটির যাবতীয় সেচ্ছাসেবী মূলক কাজ অনবরত চলতে থাকবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।