শেখ মোস্তফা কামাল, কেশবপুর যশোর প্রতিনিধি: কেশবপুরে ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেশবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে ৭ নভেম্বর (রবিবার) সকালে বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ সভাপতিত্ব করেন।
পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মশিয়ার রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমানত আলী, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অমেদ আলী,
পাঁজিয়া ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিম, হাসানপুর ইউনিয়ন বিএনপির নেতা মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হালিম অটল, উপজেলা বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সহ-সভাপতি আলমগীর সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান শিপন,
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবু সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।