” শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী দিবস-২০২২। ৮মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার(ভুমি) জয়নাল আবেদীন। “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াছমিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ আবুল হাসেম প্রমুখ। উক্ত সভায় বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।