ঠাকুরগাঁওয়ে জাতীয় বীমা দিবস পালিত:-
মোঃ আল-আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:-
মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে জেলার বীমা অফিসের সমন্বিত উদ্যোগে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে জেলা শহরের সমবায় মার্কেট চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধাণ প্রধান সড় প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের আজিজুল হক, পপুলার লাইফ ইন্সুরেন্সের শামীম ফেরদৌস, সোনালী লাইফ ইন্সুরেন্সের গোলাম কিবরিয়া, ডেলটা লাইফ ইন্সুরেন্সের মকলেসুর রহমান, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ফকরুল ইসলামসহ বক্তব্য রাখেন। এসময় তারা বলেন জীবনের ঝুকি রোধ ও নিজের উন্নয়নের লক্ষ্যে বীমা করা অত্যন্ত জরুরি। তাই আমরা মনে করি বীমা করুন নিজের উন্নয়ন গড়তে বীমা করুন। বীমায় কোন লোকসান নেই বলে জানান বক্তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।