নীলফামারীর ডিমলা উপজেলা পরিবেশ সংরক্ষণ ও আর্থ সামাজিক উন্নয়ন এসোসিয়েশন স্বেচ্ছাসেবী সংগঠন ও পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫-মে) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান সামছুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ, উপজেলা বিআরডিবি অফিসের মাঠ সংগঠক নুরজাহান বেগম, ডিমলা উপজেলা পরিবেশ সংরক্ষণ ও আর্থ সামাজিক উন্নয়ন এসোসিয়েশন স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লাসহ সংগঠনটির সকল সদস্য বৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।