“প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি যুবর্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম হাবীব মতুর্জা’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাসেম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী দাস, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, শিক্ষক হারুন অর রশীদ প্রমূখ।
আলোচনা সভা শেষে ৩০ জন প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও ৪জন যুবকের মাঝে ৫০ হাজার করে ২ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।