মোঃ ছিদ্দিক,ভোলা প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হবে।
শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমণ্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। তখন তিনি চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। সোমবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় দৌলতখান উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের নেতৃত্বে বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে শহীদ শেখ রাসেলের বর্ণাট্যজীবন ও সুপ্ত প্রতিভা নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, মুক্তিযোদ্ধা সংসদ সভাপতি আব্দুর রাজ্জাক শশী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান আলী শেখ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ সুমন হাওলাদার, একাডেমিক সুপার ভাইজার রিনা আক্তার, সাবেক প্যানেল মেয়র আবুল ফারাহ মিয়া,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমাম হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার তার বক্তব্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ ছেলে শেখ রাসেলের আত্নত্যাগকে স্মরণ করে আমাদেরকেও নিবেদিতভাবে দেশের জন্য কাজ করে যেতে হবে। সভাশেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে তাল গাছের চারা বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।