সোহানা পারভীন জনি,নড়াইল : কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে শনিবার ৩০ অক্টোবর সকালে জেলা পুলিশের আয়োজনে একটি বর্নাঢ র‌্যালি জেলা পুলিশ সুপারের কার্য্যলয় থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী যেয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সহকারী পুলিশ সুপার তানজিলা সিদ্দিকীর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান এডঃ সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সুবাস চন্দ্র বোস, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগন বলেন, পুলিশ এবং সাধারন মানুষের মধ্যে সুসর্ম্পক তোলে তোলার জন্য কমিউনিটি পুলিশ গড়া হয়েছে। মানূষ যখন পুলিশের পোষাক গায় দেয় তখন সে পুলিশ হয়। বাস্তবে পুলিশ ও জনসাধারনের মধ্যে কোন তফাৎ নাই। তাই আইন শৃংখলা বজায় রাখার জন্য এ কমিউনিটি পুলিশিং ব্যবস্থা। সোহানা পারভীন জনি নড়াইল