জিল্লুর রহমান রাসেল, ফরিদপুরঃ-“কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” এই স্লোগানে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে বাংলাদেশ কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচির শুরু হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ সুবল চন্দ্র সাহা প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।
পরে জেলা আওয়ামীলীগ কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক সম্পাদিকা ও ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রভাষক সবিতা বৈরাগী, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ আকতার, নগরকান্দা উপজেলা কৃষকলীগ সভাপতি জিন্নাত সরকার, সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আমির খন্দকার প্রমূখ।
সভাটি পরিচালনা করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষণ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কৃষক ও কৃষি খাতকে উন্নত করতে সকল ধরনের সহযোগিতা করে আসছে। কৃষকের জন্য সার. কীটনাশক, হ্রাসকৃত মূল্যে, ভর্তুকী প্রদান, সেচ, পানি ও বিদ্যুৎ সহজলভ্য করেন। এই সরকার জনগণের সরকার। কৃষকের কৃষিপণ্য আজ সহজলভ্য। কৃষকের কোনো ক্ষতি না হয় সেজন্য প্রধানমন্ত্রী কৃষি ঋণ ঘোষণা করেছেন। যা বিশ্বে বিরল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।