ইয়াছির আরাফাত, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বার্ণঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জেলা পরিষদের সদস্য ও উপজেলা বাস মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন, বকশীগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আতাউর রহমান, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, শ্রমিক ইউনিয়নের সভাপতি আশেক আলী, সাধারণ সম্পাদক মিষ্টার রানা, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।