আবুল হাশেম,রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় জেল হত্যা দিবসে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, শোক পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদ জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে কোরআন থেকে তেলাওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন,মজিবুর রহমান শিক্ষক, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, আব্দুর রহমান, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন,

আড়ানী পৌর আওয়ামীলীগ সভাপতি শাহিদুজ্জামান শাহিদ, সম্পাদক মতিউর রহমান মতি, বাউসা ইউপির চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, গড়গড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান আনিস, চেয়ারম্যান রবিউল ইসলাম, বাউসা ইউপি সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,

বাঘা পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, আাড়ানী পৌর প্যানেল মেয়র শ্রী কার্তিক হালদার,উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ফাতেমা খাতুন লতা, আওয়ামীলীগ নেতা মাসুদ রানা তিলু,কামাল হোসেন,

উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সোহানুর রহমান সোহাগ , সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহমেদ বাপ্পি, সহ কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।