বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: “বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে র‌্যালী শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, আবাসিক মেডিক্যাল অফিসার শাহরিয়ার ফেরদৌস হিমেল,

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন বেলাল, স্যানেটারী ইন্সপেক্টর ইসমাইল হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, ব্র্যাক কর্মসূচীর সংগঠক সাইফুল ইসলাম প্রমূখ।

 

 

কলমকথা/ বিথী