তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১ ০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর বাজারের সড়কগুলো প্রদিক্ষণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
ওসি তদন্ত মো. সালাউদ্দিন, অধ্যক্ষ লিয়াকত হোসেন, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার জোহুরুল হক, সাংবাদিক এ্যাড. কোরবান আলী, কাজী আমিনুল ইসলাম প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।